কিয়োটো প্রোটোকল কী ? Kyoto Protocol

 

কিয়োটো প্রোটোকল কী ?,Kyoto Protocol,কিওটো প্রোটোকল, গ্রীনহাউজ গ্যাস, দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ

এটি প্রথম এমন চুক্তি যা রূপায়নের ব্যাপারে স্বাক্ষরকারী দেশগুলি দায়বদ্ধ । এর উদ্দেশ্য বিশ্বব্যাপী উন্নায়নের জন্য দায়ী গ্রীনহাউস গ্যাস নিঃসরন কমানো ।


১৯৯৭ সালের ডিসেম্বর মাসে দেড় শতাধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে । কিন্তু সেই সময়ে কিভাবে এই চুক্তি রূপায়িত হবে তার সঠিক দিশা নির্দের্শিত হয়নি । ভবিষ্যতে আলাপ আলোচনার জন্য রেখে দেওয়া হয় । ২০০০ সালে নভেম্বর মাসে হেগ সম্মেলনে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ান এই চুক্তি রূপায়নে ব্যর্থতা মেনে নেয় এবং আলোচনা ভেস্তে দেয় । আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের ১/৪ ভাগ গ্রীনহাউস গ্যাস নিঃসরন করে । 


তৎকালীন যুক্তরাষ্ট্র সরকার এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় । কিন্তু অন্যান্য দেশগুলি ২০০১ - এর মারাকাশ - এ অনুষ্ঠিত সম্মেলনে এই চুক্তি এগিয়ে নিয়ে যেতে সম্মত হয় । ইউরোপীয়ান ইউনিয়ান ৮ শতাংশ কমিয়ে আনতে স্বীকৃত হয় এবং আইসল্যান্ড - এর জন্য ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখা হয় । যে দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন এখনো বাকি সেই সব দেশগুলির ক্ষেত্রে চুক্তিতে কিছু ছাড় দেওয়া হয়েছে । এই চুক্তিভুক্ত দেশগুলি পারস্পারিক সহযোগিতার মাধ্যমে গ্রীনহাউস গ্যাস প্রযুক্তিতে উন্নতি ঘটাবে । এই চুক্তির মাধ্যমে এতগুলি দেশকে সামিল করা হয়েছে যে এটিও এই চুক্তির বড় সাফল্য ধরে নেওয়া হয় ।

 বিষয়বস্তুঃ এই প্রোটোকলের একটি মূল বৈশিষ্ট্য হল দেশগুলি পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে গ্রীনহাউস গ্যাসের বিনিময় সম্পন্ন করতে পারে । অর্থাৎ , উদাহরন হিসাবে কোনো দেশের কার্বন নিঃসরনের মাত্রা বেশি হলে কম নিঃসরন হয় এরূপ দেশের সঙ্গে বিনিময় চুক্তির মাধ্যমে ভারসাম্য দেখাতে পারে । এরূপে ধনী শিল্পোন্নত দেশগুলিই লাভবান হবে ।

Post a Comment

0 Comments