আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা

  আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন সংজ্ঞা  (  Definitions of International Relations ) 


 বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্রের মর্যাদা লাভ করলেও তার কোনো সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই । এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্ট্যানলি হফম্যান ( Stanley Hoffmann ) বলেছেন যে , রাষ্ট্রবিজ্ঞানের মতো আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক সংজ্ঞাকে কেন্দ্র ক'রে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে । তাই আলোচ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক এখনও সুষ্ঠু ও সুঠাম রূপ পরিগ্রহ করতে পারেনি । 

আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্ধারণের অন্যতম প্রধান সমস্যা হল — আন্তর্জাতিক সম্পর্ককে অনেক সময় ‘ বিশ্ব রাজনীতি ’ ( ' World Politics ' ) ও ‘ আন্তর্জাতিক রাজনীতি ' ( ' International Politics ' ) - র সমার্থক বলে মনে করা হয় । 

সংজ্ঞা 1 :  জাতীয় সীমানার বাইরে প্রকৃত সম্পর্ক ( actual relation ) বা এরুপ সম্পর্ক বিষয়ে একটি নির্দিষ্ট সময়ে গড়ে ওঠা ‘ জ্ঞানের সমষ্টি ’ ( ‘ body of knowledge ' ) - কে আন্তর্জাতিক সম্পর্ক বলে । 

আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা ও পরিধি

সংজ্ঞা 2 :  আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় , যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে ।

 সংজ্ঞা 3 : ‘ অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলি ' ( ' entities of uncertain sovereignty ' ) - কে নিয়ে যে - শাস্ত্র আলোচনা করে , তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে । 

আরও পড়ুন 👉   উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ? 

সংজ্ঞা 4 : “ বিভিন্ন রাষ্ট্রের অন্তর্গত ব্যক্তিবর্গের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে ” বলে  ।

সংজ্ঞা 5 :  বিশ্ব যেসব মূল এককে বিভক্ত , তাদের বহির্বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করতে সক্ষম উপাদানসমূহ ও কার্যাবলি নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে । 

সংজ্ঞা 6 :  বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক , মনুষ্য জীবন , তাদের কার্যকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শক্তি , চাপ ও প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে থাকে । তাঁরা রাজনৈতিক ও অরাজনৈতিক বিষয়গুলিকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত করেছেন ।

সংজ্ঞা 7 :  সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের ওপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক শর্তাবলিকে নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলে ।

সংজ্ঞা 8 :  আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় , যা আন্তর্জাতিক সম্মেলন , কূটনীতিবিদদের গমনাগমন , চুক্তি সম্পাদন , সৈন্যবাহিনী নিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার - সহ বহু ও বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করে । বিভিন্ন মানবগোষ্ঠীর ভাবধারা ও মতাদর্শও এইসব বিষয়ের অন্তর্ভুক্ত ।

আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে 

  আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ সংজ্ঞা ( General Definition of International Relations )  উপরিউক্ত সংজ্ঞাগুলির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের একটি সাধারণ সংজ্ঞা নির্দেশ করা যেতে পারে : আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় , যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক , অ - রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান , ক্ষমতা , রাজনৈতিক মতাদর্শ , যুদ্ধ ও শান্তি , নিরস্ত্রীকরণ , আন্তর্জাতিক সংগঠন , স্বার্থগোষ্ঠী , জনমত , প্রচার , কূটনীতি , বিশ্ববাণিজ্য , সন্ত্রাসবাদ , বিশ্ব পরিবেশ প্রভৃতির মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে ।

আরও পড়ুন 👇 

  👉 ঠান্ডা লড়াই  কি  ?

👉  আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য  

👉 ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো 

Post a Comment

0 Comments